ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ফ্রান্স থেকে বিচ্ছেদ প্রশ্নে নিউ ক্যালোডেনিয়ায় গণভোট

প্রকাশিত : ০২:৫৫ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রবিবার

ফ্রান্সের অন্যতম রাজ্য নিউ ক্যালেডোনিয়া অঞ্চলের ভোটাররা ফ্রান্সের সঙ্গে থাকা না থাকার প্রশ্নে গণভোটে অংশ নিচ্ছেন। রোববার সকালে রাজ্যটির রাজধানী নওমিয়াতে ভোটারদেরকে ভোট দিতে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। 

ধারণা করা হচ্ছে অনেক ভোটারই ফ্রান্সের সাথে থেকে যাওয়ার পক্ষে ভোট দেবেন।

রাজ্যের মোট ১ লক্ষ ৭৫ হাজার লোক ভোট দিতে পারবেন বলে জানা গেছে।

ফ্রান্সের পার্লামেন্টে নিউ ক্যালেডোনিয়ার দু’জন ডেপুটি এবং দু’জন সিনেটর নের্তৃত্ব দেন।

নিউ ক্যালেডোনিয়াতে ইলেকট্রনিক্স যন্ত্রপাতি উত্পাদনের অন্যতম একটি অঞ্চল।

এটি বর্তমানে ফ্রান্সের একটি কৌশলগত রাজনৈতিক ও অর্থনৈতিক অঞ্চল হিসেবে বিবেচনা করা হয়।  

এদিকে এই গণভোট নিয়ে ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল মেক্রণের ভাষণ দেওয়ার কথা রয়েছে।

তিনি এর আগে চলতি বছরের মে মাসে রাজ্যটির রাজধানী নওমিয়াতে ভ্রমণ করেছিলেন।

তখন তিনি বলেছিলেন, ‘নিউ ক্যালেডোনিয়া অঞ্চলটি ফ্রান্সকে আরো বেশি সৌন্দর্য মন্ডিত করেছে ।’

 

তথ্যসূত্র: বিবিসি

 

এমএইচ/