ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

যাওয়া আসার মিছিলে সামিল হলেন মমিনুলও

প্রকাশিত : ০৩:০৭ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রবিবার

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে তালগোল পাকিয়ে ফেলেছে টাইগাররা। উইকেটে চলছে যাওয়ার আসার মিছিল। ১৯ রান তুলতেই নেই ৪ উইকেট। আর ৪৯ রান তুলতেই খুইয়েছে ৫ উইকেট।

ইমরুল-লিটন-শান্ত-মাহমুদুল্লার মিছিলে যেন যোগ দিলেন মিস্টার ডিপেন্ডেবল মমিনুল হকও। যার গায়ে টেস্ট খেলুড়ের তকমা।

১৯ রানে অধিনায়ক মাহমুদুল্লাহসহ ৪ উইকেট হারিয়ে যখন লেজেগুবরে অবস্থা তখন দর্শকরা আস্থা রেখেছিল টেস্টের ডিপেন্ডেবল মমিনুল ও মুশফিকুর রহীমের ওপর।

ভালোই খেলছিলেন এই দুই মিডলঅর্ডার। ধীর স্বস্তিতে সঙ্গ দিচ্ছিলেন মুশফিককে। কিন্তু ১৯ তম ওভারে মাদাকাদজার বলে সিকান্দার রাজার হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন মমিনুল। এই সময় বাংলাদেশের স্কোর ৪৯/৫। যাওয়ার আগে মুশফিকের সঙ্গে ৩০ রানের জুটি গড়েন।

এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ৭৮/৫। ২৯ তম ওভারের খেলা চলছিল।

এর আগে জিম্বাবুয়ের প্রথম ইনিংস গুটিয়ে যায় ২৮২ রানে। তাইজুল নেন ৬ উইকেট।

সূত্র : ইএসপিএন ক্রিকইনফো।

/ এআর /