বাসদ নেতা রাহাত আহম্মেদসহ নেতৃবৃন্দের উপর হামলার নিন্দা
প্রকাশিত : ১০:১৪ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রবিবার
গাজীপুর জেলা বাসদ সমন্বয়ক রাহাত আহমেদ, ছাত্র ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক রাহাত আহমেদ শুভ্র, শাকিলসহ নেতৃবৃন্দের উপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাসদ সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান। এক বিবৃতিতে তিনি হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বিবৃতিতে বলা হয়, গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে ভর্তি বাণিজ্য, সিট বাণিজ্য, ফি বৃদ্ধির প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আন্দোলন করায় স্থানীয় ছাত্রলীগ দীর্ঘদিন ধরে ছাত্র ফ্রন্ট নেতৃবৃন্দকে হুমকি-ধামকি দিয়ে আসছে। ছাত্র ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদকের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আজ রবিবার কলেজ প্রশাসনের সঙ্গে আলোচনা করতে গেলে ছাত্রলীগ অতর্কিত নেতৃবৃন্দের উপর এই হামলা চালায়।
এক পর্যায়ে বাসদ গাজীপুর জেলা সমন্বয়ক রাহাত আহমেদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাজীপুর জেলা সাধারণ সম্পাদক রাহাত আহম্মেদ শুভ্র, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্র ফ্রন্টের সংগঠক শাকিল আহম্মেদ এর উপর হকিস্টিক, লোহার রড, ইটসহ বিভিন্ন লাঠি সোটা দিয়ে বর্বরোচিত হামলা চালিয়ে মারাত্মকভাবে জখম করে। হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বাসদ সমন্বয়ক রাহাত আহমেদ, ভাওয়াল কলেজের নেতা রাহাত আহমেদ শুভ্র এবং শাকিল আহমেদ।
এসি