দ্রুত জিম্বাবুয়ের দুই উইকেটের পতন
প্রকাশিত : ১১:২৩ এএম, ৫ নভেম্বর ২০১৮ সোমবার | আপডেট: ১২:২১ পিএম, ৫ নভেম্বর ২০১৮ সোমবার
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে ১৪০ রানে এগিয়ে থেকে আজ সোমবার তৃতীয় দিনে ব্যাট করছে জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে শুরুতে দেখে শুনে ব্যাট করছিলো দুই ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা ও ব্রায়ান চারি। কিন্তু ১০ ওভার পর মেহেদী হাসান মিরাজ এনে দেন প্রথম শিকার। ওপেনার ব্রায়ান চারিকে বোল্ড করেন।
এর পর তাইজুল ইসলামের বোলিং তোপে ইমরুল কায়েসের ক্যাচে আউট হতে হয়েছে ব্রেন্ডন টেলরকে। ২৫ বোলে ২৪ রান সংগ্রহ টেলরের।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটে ৫২ রান। তাদের লিড দাঁড়িয়েছে ১৯২। অপরপ্রান্তে ব্যাট করছেন হ্যামিল্টন মাসাকাদজা ১৭ ও শন উইলিয়ামস ৪।
প্রসঙ্গত গতকাল রোববার প্রথম সেশনে দারুণ বোলিংয়ে জিম্বাবুয়েকে ২৮২ রানে গুটিয়ে দেয় টাইগাররা। কিন্তু বাংলাদেশের ব্যাটিং ছিলো ছন্নছাড়া। জিম্বাবুয়ের বোলিং তোপে প্রথম ইনিংসে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। গুটিয়ে যায় ১৪৩ রানে। আর তাতে জিম্বাবুয়ে লিড পায় ১৩৯ রানে।
একে//