ম্যালেরিয়া রোগে শনাক্তে কুকুর!
প্রকাশিত : ১২:১৮ পিএম, ৫ নভেম্বর ২০১৮ সোমবার
বিশ্বের জনসংখ্যার প্রায় অর্ধেক ম্যালেরিয়া রোগের ঝুঁকিতে রয়েছে। তাই এই রোগ শনাক্ত এবং নিরাময়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন গবেষকরা। ধারণা করা হচ্ছে কুকুর ম্যালেরিয়া রোগ নিশ্চিতভাবে গন্ধ শুঁকে শনাক্ত করতে পারে।
যুক্তরাজ্য ইউনিভার্সিটির প্রফেসর স্টিভ লিন্ডসে ডারহাম বলেন, আমরা জানি যে, ম্যালেরিয়া বহনকারী মানুষ এক ধরণের রাসায়নিক উৎপাদন করে। সেটা হয় তাদের নিশ্বাসে কিংবা রক্তে।
এই গন্ধ প্রকৃতপক্ষে মশা থেকে আসতে পারে। আমরা সন্দেহ করি কুকুররা এই গন্ধগুলি গ্রহণ করে যা মশা নিতে পারে।
গবেষণার জন্য গাম্বিয়ার শিশুদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। তাদের ব্যবহার করা নাইলনের মোজা ব্রিটেনে নেওয়া হয় এবং পরীক্ষার জন্য ব্যবহার করা হয়।
শিশুদের যদি ম্যালেরিয়া থাকে, তাহলেও ৭০ শতাংশ ক্ষেত্রে কুকুর তা সঠিকভাবে ধরতে পারে।
বিমানবন্দরে আক্রান্ত মানুষদের চিহিৃত করতে এবং রোগের বিস্তার ঠেকাতে কুকুর ভূমিকা রাখতে পারে। তবে গবেষকরা বলছেন এই লড়াইয়ে কুকুরকে শামিল করার আগে আরো গবেষণা প্রয়োজন।
তথ্যসূত্র: বিবিসি
এমএইচ/