ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

ইসির সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্ট

প্রকাশিত : ০৪:২৩ পিএম, ৫ নভেম্বর ২০১৮ সোমবার

জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছেন। ধারণা করা হচ্ছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে তারা কথা বলবেন।

আজ সোমবার বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে আ স ম আবদুর রবের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদার সঙ্গে বৈঠকে বসেন।

ইসির জনসংযোগ শাখার পরিচালক এস এম আসাদুজ্জামান বৈঠকে বসার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিনিধিদলে আছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, মাহমুদুর রহমান মান্না, সুব্রত চৌধুরী, আবদুল মালেক রতন ও বরকত উল্লাহ বুলু।

এর আগে শনিবার জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে গণফোরামের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইসির সঙ্গে কথা বলে। এ সময় সংলাপ শেষ না হওয়া পর্যন্ত একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা না করার আবেদন জানায় জাতীয় ঐক্যফ্রন্ট।

এসএইচ/