তাইজুলের ঘুর্ণিতে জয়ের আশা জিইয়ে রাখলো বাংলাদেশ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:৩১ পিএম, ৫ নভেম্বর ২০১৮ সোমবার
জিম্বাবুয়ের বিপক্ষে ১ম টেস্টে জয়ের আশা জিইয়ে রেখে তৃতীয় দিন শেষ করলো টাইগাররা। দিন শেষে মাহমুদুল্লাহদের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ২৬ রান। লিটন দাস ১৪ ও ইমরুল কায়েস ১২ রানে ব্যাট করছেন।
এরআগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৮১ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ফলে সিলেট টেস্টে জয় পেতে টাইগারদারদের লক্ষ্য হয় ৩২১ রান।
জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা ধরাশায়ী হয়েছেন তাইজুল আর মিরাজের ঘূর্ণিতেই। এই দুই বোলার তাঁদের দাঁড়াতেই দেন নি।
দুই ইনিংস মিলিয়ে জিম্বাবুয়ে এগিয়ে আছে ৩২০ রানে। টস জিতে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে করেছিল ২৮২ রান। আর বাংলাদেশ তাদের প্রথম ইনিংস শেষ করে ১৪২ রানে। প্রথম ইনিংসে ১৩৯ রানে পিছিয়ে ছিল মাহমুদুল্লাহরা। দ্বিতীয় ইনিংসে মাসাকাদজরা ১৮১ রানে গুটিয়ে যায়।
সিলেট টেস্টের তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তাইজুল ও মিরাজকে সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে জিম্বুাবুয়ের ব্যাটসম্যানদের। অতিথিদের ১৮১ রানে আটকে দিল এই দুই বোলার।
জিম্বাবুয়ের ১০ উইকেটের মধ্যে ৫ টি তুলে নিয়েছেন প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল। আর ৩ টি উইকেট পেয়েছেন অফ স্পিনার মেহেদী মিরাজ। বাকী দুটি উইকেট গেছে নাজমুলের ঝুলিতে।
দুই ইনিংস মিলিয়ে তাইজুলের উইকেট সংখ্যা ১১। এই প্রথম এক টেস্টে ১০ বা তার অধিক উইকেট পেলেন এই স্পিনার।
দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের পক্ষে সবচেয়ে ভালো ব্যাট করেছেন মাসাকাদজা। হাফ সেঞ্চুরি থেকে ২ দুই দূরে থেকে আউট হন তিনি। জিম্বাবুয়ের পক্ষে ৬ ব্যাটসম্যান দুই অংক ছুঁয়েছেন। এদের মধ্যে টেইলর ২৪, সিকান্দার রাজা ২৫, উইলিয়ামস ২০ আর বোলার মাসাকাদজা করেছেন ১৭ রান।
সূত্র : ইএসপিএন ক্রিকইনফো।