গরু মোটাতাজাকরনের অবৈধ ওষুধ বিক্রিয় দায়ে কয়েকজনকে জেল-জরিমানা
প্রকাশিত : ০৬:৪৩ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০৬:৪৩ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৬ সোমবার
কোরবানীর ঈদকে সামনে রেখে গরু মোটাতাজাকরনের অবৈধ ওষুধ বিক্রিয় দায়ে রাজধানীতে কয়েকজনকে জেল-জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অনুমোদনহীন এসব ওষুধে মোটাতাজা করা গুরুর মাংস মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর উল্লেখ কওে র্যাব বলছে, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঈদকে সামনে রেখে গরু মোটাতাজাকরনের ওষুধ বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে মিটফোর্ড এলাকায় কয়েকটি দোকানে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমান আদালত। এ সময় দায়ে ৮টি দোকান মালিককে ১১ লাখ জরিমানা করা হয়। অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদন্ডের আদেশ দেন ম্যাজিস্ট্রেট।
মোটাতাজাকরনের অবৈধ ওষধ বিক্রি কথা শিকার করে দোকান মালিক।
ওষধ প্রশাসন জানান, অনুমোদন বিহীন গরু মোটাতাজাকরণ ওষধ মানুষের শরীরের জন্য মারাত্বক ক্ষতি হতে পারে।
এছাড়া র্যাব ভ্রম্যমান ম্যাজিষ্টে জানান, ৩ থেকে ৪ দিন আগে গুরুর মোটা তাজাকরনের ওষধ খাওয়ানো হলে দ্রুত গরু বৃদ্ধি পায়।
রাজধ্ধসঢ়;নীর মিটফোর্ড এলাকায় তাজ মেডিসিন মাকেট, মিটফোর্ড মেডিসিন মার্কেট এবং আমির মেডিসিন মার্কেটে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমান আদালত। অভিযানে সরকারি ওষধ বিক্রির দায়ে মিটফোর্ড মেডিসন মাকেটের দুই জনকে ২ বছর করে জেল দেয় ভ্রাম্যমান আদালত।
মানুষের ক্ষতি হয় এমন ওষধ বিক্রি বিরুদ্ধে তদন্তের মাধ্যমে আরো অভিযান পরিচালনার কথা জানান র্যাব।