সংবিধানসম্মত নির্বাচনে ঐক্যমত জাতীয় পার্টির: কাদের
প্রকাশিত : ১০:৩৭ পিএম, ৫ নভেম্বর ২০১৮ সোমবার | আপডেট: ১০:৪৩ পিএম, ৫ নভেম্বর ২০১৮ সোমবার
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় পার্টির সঙ্গে আমরা একমত হয়েছি আইনসম্মতভাবে সংবিধানসম্মত নির্বাচনে ঐক্যমত হয়েছে তারা। সোমবার (৫ নভেম্বর) রাতে গণভবন প্রাঙ্গণে ও সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সংলাপে জাতীয় পার্টির সঙ্গে আমরা একমত হয়েছি যে, ১৪ দল মহাজোট এক সঙ্গে ঐক্যবদ্ধ নির্বাচনের বিষয়ে একমত হয়েছি। তবে রাজনীতিতে যেভাবে মেরুকরণ হবে সেভাবে জোটের সমীকরণ হবে।
হুমকি-ধামকি দিয়ে আমাদেরকে সংবিধান থেকে সরানো যাবে না উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যারা মনে করেন আন্দোলন হুমকি-ধামকি দিয়ে আমাদের আইন থেকে সরানো যাবে, তারা বোকার স্বর্গে বাস করে। তাদের দৌড় কতটুকু আমাদের জানা আছে।
‘১০ বছর ধরে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছেন। কই ১০ মিনিট ও তো রাস্তায় থাকতে পারে নাই। আর মাত্র ৩ দিন আছে। এই সময়ের মধ্যে তারা আন্দোলন করে হুমকি-ধমকি দিয়ে কিছু করতে পারবে বলে জনগণ বিশ্বাস করে না।’
তিনি বলেন, তাদের সম্বল হল প্রেস ব্রিফিং। মুখের কথা নয় কাজে দেখা যাবে। অন্যদিকে আমরা (সরকার) উন্নয়নে আছি, রাজপথে আছি, রাজনীতিতে আছি ও কর্মসূচিতেও আছি।
ঐক্যফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ প্রসঙ্গে কাদের বলেন, সংলাপের জন্য প্রধানমন্ত্রীর দরজা খোলা আছে। তাদের কথা শুনতে আমরা অধৈর্য হবো না। সামনে সংলাপ তাই এই নিয়ে আগাম কথা বলতে চাই না।
টিআর/