ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৫ ১৪৩১

রাজধানীতে গ্যাস সিলিন্ডারের আগুনে স্বামী-স্ত্রী দগ্ধ

প্রকাশিত : ০১:০৪ পিএম, ৬ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসায় গ্যাস সিলিন্ডারে আগুনে লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার ভোরে মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের ১৩ নম্বর রোডের ৬৬ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

আগুণ লাগার ঘটনায় দগ্ধরা হলেন, সাইফুল ইসলাম রুবেল (২৬) ও তার স্ত্রী সাজনা বেগম (১৮)।

দগ্ধ রুবেলের ভাই এখলাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তারা মোহাম্মদপুর নবীনগর হাউজিংয়ের ১৩ নম্বর রোডের ৬৬ নম্বর বাসার এক তলায় ভাড়া থাকেন। ভোরে তারা ঘুমিয়ে থাকা অবস্থায় তাদের রুমে আগুন ধরে যায়। এতে তার ভাই ও ভাবী দগ্ধ হন।

গ্যাস সিলিন্ডার লিকেজ থাকায় আগুণের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন রুবেলের ভাই এখলাস।

পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। হাউজিংয়ের গরুর ফার্মের ম্যানেজার হিসেবে কাজ করতেন রুবেল। তার গ্রামের বাড়ি ভোলার লালমোহনের বদরপুর গ্রামে।

এদিকে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া  চিকিৎসকদের বরাত দিয়ে গণমাধ্যমকে জানান, সাইফুলের ৯৭ শতাংশ ও তার স্ত্রী সাজনার শরীরের ৭৫ শতাংশ দগ্ধ হয়েছে। তারা দুজনই হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

এমএইচ/