ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

অনুশীলনে যোগ দিয়েছেন কোর্টনি ওয়ালশ

প্রকাশিত : ০৬:৫৪ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০৬:৫৪ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৬ সোমবার

জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়েছেন নতুন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ । এরকম একজন কিংবদন্তী  বোলারকে নিজেদের গুরু হিসেবে পেয়ে বেশ রোমাঞ্চিত বাংলাদেশের পেইস বোলাররা ।  প্রথম দিনের অনুশীলনে পরিচয় পর্বটাই সারলেন ওয়ালশ। এদিকে বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে আজ রাতে ঢাকা ছাড়ছে পেসার তাসকিন আহম্মেদ ও আরাফাত সানি। বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব নিতে দুই দিন আগেই ঢাকায় এসেছেন কোর্টনি ওয়ালশ। চুক্তিও সম্পন্ন হয়েছে রোববার । তবে মাঠে কাজ শুরু করেছেন আজ থেকে। প্রথম দিনে কাজ করার তেমন সুযোগ না পেলেও বোলারদেও রানিং, গ্রিপিং এন্ড ডেলিভারী মনোযোগ সহকাওে দেখেন এ ক্যারিবিয়ান। আর ওয়েস্ট ইন্ডিজের এ কিংবদন্তীকে সামনে পেয়ে উচ্ছাসিত বাংলাদেশী খেলোয়াড়রাও। তার সান্নিধ্য পাওয়ার অপেক্ষাতেই ছিলেন মাশরাফি, সফিউল, রুবেল,রাব্বিরা। এদিকে নিজেদের বোলিং অ্যাকশন পরীক্ষা নিয়ে বেশ আশাবাদী তাসকিন আহমেদ ও আরাফাত সানি ।   আগামী ৮ই স্বেপ্টেম্বর অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বোলিং পরীক্ষা দেবেন তারা। স্থানীয় সময় সকাল ১০টায় তাসকিন ও দুপুর ২টায় সানি পরীক্ষা দেবেন। মঙ্গল বার দুই দলে বিভক্ত হয়ে অনুশীলন ম্যাচ খেলবে টাইগাররা।