৪৮ ঘণ্টার মধ্যে কাঁচা চামড়ার দাম নির্ধারণের নির্দেশ
প্রকাশিত : ০৭:১০ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০৭:১০ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৬ সোমবার
৪৮ ঘণ্টার মধ্যে কাঁচা চামড়ার দাম নির্ধারণ করে তা বাণিজ্য মন্ত্রণালয়কে জানাতে নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। চামড়া ব্যবসায়ী ও ট্যানারি মালিকদের সঙ্গে বৈঠকে এ নির্দেশ দেন তিনি। সেসময় চামড়া ব্যবসায়ীরা লবনের মূল্যবৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে ঈদের আগে হাজারিবাগ থেকে ট্যানারি কারখানা সাভারে স্থানান্তরের বিষয়ে সরকারকে নমনীয় হওয়ার অনুরোধ জানান।
কোরবানী পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করতেই চামড়া ব্যবসায়ী ও ট্যানারি মালিকদের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর এই বৈঠক।
বৈঠকে ব্যবসায়ীরা লবণের দাম নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একইসঙ্গে এবারের ঈদেও হাজারীবাগে কাঁচা চামড়া নেয়ার সুযোগ চান ট্যানারি মালিকরা।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে ৪৮ ঘন্টার মধ্যে কাঁচা চামড়ার যৌক্তিক দাম নির্ধারণের নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী।
চামড়া প্রক্রিয়াজাত করণে লবনের অভাব হবে না জানিয়ে বাণিজ্যমন্ত্রী জানান, ভারত থেকে দেড় লাখ টন অপরিশোধিত লবন আমদানির অনুমোদন দেয়া হয়েছে।
কাঁচা চামড়া পাচার রোধে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি থাকবে বলেও আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী।