ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

ভোটার ও প্রার্থীর সম্পর্ক বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন

প্রকাশিত : ০৬:০১ পিএম, ৬ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক এম সলিমুল্লাহ খান’র “বাংলাদেশ, হু ভোট হাও ডু দে ভোট” নামক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সম্মেলন কক্ষে মোড়ক উন্মোচন করেন ড. এমাজউদ্দিন আহমেদ।

মোড়ক উন্মোচনকালে ড. এমাজউদ্দিন আহমেদ বলেন, “আমার অত্যন্ত ভাল ছাত্র হিসেবে এম সলিমুল্লাহ খান পরিচিত। এই বইটিতে ভোটার ও প্রার্থীর সম্পর্ক কেমন হওয়া উচিত তা নিয়ে আলোচনা করা হয়েছে। এজন্য সুষ্ঠু গনতান্ত্রিক পরিবেশ অপরিহার্য। বর্তমান তরুনদের বিশ্ব নাগরিক হতে হবে।’ এজন্য তিনি সবাইকে ইংরেজি শিক্ষার উপর গরুত্ব দেন।
এছাড়াও দেশে বহুদলীয় গনতন্ত্র ফিরিয়ে আনার কারনে খালেদা জিয়ার প্রশংসা করেন তিনি।

বইটির লেখক অধ্যাপক এম সলিমুল্লাহ খান সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমার দীর্ঘ ১৪ বছরের গবেষণার ফল এই বই। বইটি বাংলাদেশের রাজনীতির উপর মৌলিক একটি বই।’ এই বইয়ের আরো দুটি খন্ড প্রকাশ করবেন বলেও জানান তিনি।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিভাগের সভাপতি অধ্যাপক সামসুন্নাহার খানম, অধ্যাপক আবদুল লতিফ মাসুম, অধ্যাপক মো. শামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরকে//