ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

পল্লী বিদ্যুতে জনবল নিয়োগ

প্রকাশিত : ০৬:৪৫ পিএম, ৬ নভেম্বর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৯:১৩ পিএম, ৬ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড জনবল চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। আবেদন করা যাবে আগামী ১৫ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

পদের নাম ও সংখ্যা

ক) সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন)-৪৩ জন

 যোগ্যতা-

এই পদের আবেদনের জন্য প্রার্থীকে কলা, সামাজিক বিজ্ঞান, আইন, ব্যবসায় প্রশাসন এবং বিজ্ঞান অনুষদের যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

বেতন-

২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা হারে বেতন-ভাতা পাবেন নিয়োগপ্রাপ্তরা।

খ) সহকারী পরিচালক (অর্থ)- ১৭ জন

যোগ্যতা

এ পদে আবেদনের জন্য প্রার্থীকে অর্থনীতি, হিসাববিজ্ঞান, ব্যাংকিং বা ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

বেতন

২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা হারে বেতন-ভাতা পাবেন নিয়োগপ্রাপ্তরা।

গ) স্টাফ ফটোগ্রাফার- ০১ জন

যোগ্যতা

এতে অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে চিত্রগ্রহণের প্রশিক্ষণসহ সরকারি বা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে স্টাফ ফটোগ্রাফার হিসেবে কাজের ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন

স্টাফ ফটোগ্রাফার পদে নিয়োগপ্রাপ্তরা ১১ হাজার ৩০০ থেকে ২৭ হাজার ৩০০ টাকা হারে বেতন-ভাতা পাবেন।

 

আবেদনের বিস্তারিত

আবেদনকারীর বয়স ১৫ নভেম্বর ২০১৮ তারিখে সহকারী পরিচালক পদের জন্য ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা কোটায় বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। স্টাফ ফটোগ্রাফার পদে বয়স ৪৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এ ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এই ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে- www.brebr.gov.bd

কেআই/ এসএইচ/