শূন্য আসন সমস্যা সমাধানে নোবিপ্রবিতে অতিরিক্ত ভর্তি
প্রকাশিত : ০৭:৩৬ পিএম, ৬ নভেম্বর ২০১৮ মঙ্গলবার
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক শ্রেণির ‘বি’ ইউনিটে পূর্ব কোন নোটিশ ছাড়াই ৩টি বিভাগে আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। আজ মঙ্গলবার ‘বি’ ইউনিটের ভর্তি চলাকালীন ডিজিটাল পদ্ধতিতে ভর্তিকার্যক্রম পরিচালিত স্ক্রিনে বিষয়টি লক্ষ্য করা হয় ।
ভর্তির শুরুতে স্ক্রিনে এই ইউনিটের ২৮৩ টি আসন দেখালেও এক ঘণ্টা পর আসন বৃদ্ধি পেয়ে ৩৪৩ টি দেখা যায়। পূর্বে ইনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ডিজেস্টার ম্যানেজমেন্ট (ইএস ডিএম) বিভাগে ৪৬ টি, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগে ২৫টি এবং প্রাণিবিদ্যা বিভাগে ২৭ টি আসন থাকলেও ভর্তিকালীন এই তিন বিভাগে আসন সংখ্যা বৃদ্ধি পায়। ইএস ডিএম এ ৩০টি , বিজিই তে ৫টি এবং প্রাণিবিদ্যা বিভাগে ৩০টি আসন বৃদ্ধি করা হয়েছে।
ভর্তি চলাকালীন হঠাৎ করে আসন বৃদ্ধি পাওয়ায় এর সত্যতা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা করতে দেখা যায়। এ ব্যাপারে ভর্তি কমিটির সচিব ও রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক বলেন, “আমরা যেহেতু এবার অনেক আগে ভর্তি পরীক্ষা নিয়েছি । সেজন্য এখানে যারা ভর্তি হবে তাদের অনেকেই অন্য কোথাও চান্স পেয়ে চলে যাবে। পরবর্তীতে সিট যাতে ফাকা না থাকে সেজন্য অতিরিক্ত কিছু শিক্ষার্থীকে ভর্তির অনুমোদন দেয়া হয়েছে। অর্থাৎ পরবর্তীতে আসন যাতে শূন্য না থাকে সেজন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
তাছাড়া আজকে কাগজপত্র জমা দিলেও টাকা জমা দেওয়ার শেষ সময় ৮ তারিখ। সবাই ভর্তি হবে কিনা সেটা নিশ্চিত নয়। আলাদা কোন আসন বৃদ্ধি করা হয়নি ”।
প্রসঙ্গত, গত ২৬, ২৭ ও ২৮ অক্টোবর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক শ্রেণির মোট ছয় ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আরকে//