নতুন ৬টি পদ সৃষ্টি করে আওয়ামী লীগের গঠনতন্ত্রে পরিবর্তন আসছে
প্রকাশিত : ০১:৪৯ পিএম, ৬ সেপ্টেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০১:৪৯ পিএম, ৬ সেপ্টেম্বর ২০১৬ মঙ্গলবার
আগামী কাউন্সিলে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে নতুন ৬টি পদ সৃষ্টি করে আওয়ামী লীগের গঠনতন্ত্রে পরিবর্তন আসছে। বাড়তে পারে যুগ্ম সাধারণ সম্পদকের দুটি ও সাংগঠনিক সম্পাদকের তিনটি পদ। নতুন একটি সম্পাদকের পদও সৃষ্টি হতে পারে। এছাড়া সভাপতিমন্ডলীতেও পদ বাড়বে আরো দুটি। এরইমধ্যে গঠনতন্ত্র সংশোধন বিষয়ক উপকমিটি এ সংক্রান্ত প্রস্তাবনা তৈরি করেছে। তারুণ্যের শক্তি ও প্রবীনদের অভিজ্ঞতার মিশেলেই কমিটি হবে বলে জানিয়েছেন দলের নেতারা।
৫২’র ভাষা আন্দোলন থেকে ৭১’এর মুক্তিযুদ্ধ। বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে আওয়ামী লীগ।
৭৫ এ জাতির পিতাকে স্বপরিবারে হত্যা করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রও সফল হয়নি। নানা চড়াই উৎরাই পেরিয়ে এখন শেখ হাসিনার নেতৃত্বে সরকার পরিচালনা করছে বাংলাদেশ আওয়ামী লীগ।
দলটির এবারের যুদ্ধ দেশকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো। জঙ্গিবাদের মতো নানা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করেই দলটির ঘোষিত রুপকল্প ২০২১ বা ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশের বিনির্মানে দরকার গুণগত নেতৃত্ব। আর সেই লক্ষ্য পূরনে আওয়ামী লীগ কাজ করছে বলে জানান, জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত গঠনতন্ত্র উপকমিটির আহ্বায়ক আব্দুর রাজ্জাক।
নতুন বিভাগে একজন করে সাংগঠনিক সম্পাদক ও কর্মীদের নানা বিষয়ে প্রশিক্ষণে নতুন একটি সম্পাদকীয় পদ সৃষ্টির প্রস্তাব থাকছে এবারের সম্মেলনে।
এছাড়া সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের বিষয়টিও গঠনতন্ত্রে অন্তর্ভুক্ত হবে।
তবে সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ কার্যনির্বাহী সংসদের পদের সংখ্যা অন্যান্য দলের মতো হওয়ার মতো কোনো সুযোগ নেই, কমিটি আঁটসাঁট হবে বলেও জানান তারা।