ক্যান্সার আক্রান্ত শিশু ভক্তের পাশে সালমান
প্রকাশিত : ১১:২০ এএম, ৭ নভেম্বর ২০১৮ বুধবার | আপডেট: ১২:০৯ এএম, ৮ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার
ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত হয়ে এক শিশু চিকিৎসা নিচ্ছে। ছোট্ট ছেলেটির ইচ্ছে বলিউড সুপারস্টার সালমান খানকে সরাসরি দেখার। তার এই ইচ্ছা পূরণ করতে ছেলেটির এক আত্মিয় ছুঁটে যান সালমানের কাছে।
গোবিন্দ জানান, তার এক আত্মীয়ের ছেলে ক্যানসার আক্রান্ত। মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে সে ভর্তি আছে। শিশুটি সালমনের বিরাট ভক্ত। এক বার যদি ‘ভাইজান’ তাকে দেখতে যেতেন।
অনুরোধ পেয়েই হাসপাতালে ছুটে যান ভাইজান। ক্যানসার আক্রান্ত ওই শিশুটির সঙ্গে দেখা করেন এবং বেশ কিছুক্ষণ তার সঙ্গে কাটান। হাসপাতালের বেডে শিশুটিকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন সালমান। সেই ভিডিও প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়।
যেখানে দেখা যায়, ছেলেটির সঙ্গে কথা বলছেন সালমান খান। একপর্যায়ে তাকে মাথা নিচু করে চোখের পানি মুছতে দেখা যায়।
ইনস্ট্রাগ্রামে ভিডিওটি শেয়ার দেয় সালমান খানের এক ভক্ত। এরপরই বিষয়টি সবার নজরে আসে। সালমানের এমন মহানুভবতার কারণে প্রশংসা করে ভিডিওটি সবাই শেয়ার দিতে শুরু করেন।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
এসএ/