ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

চলচ্চিত্রের চিত্রনাট্য ও সংলাপ রচয়িতা যোশেফ শতাব্দী ক্যান্সারে আক্রান্ত

প্রকাশিত : ০১:৫২ পিএম, ৬ সেপ্টেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০১:৫২ পিএম, ৬ সেপ্টেম্বর ২০১৬ মঙ্গলবার

দেশের অসংখ্য চলচ্চিত্রের চিত্রনাট্য ও সংলাপ রচয়িতা যোশেফ শতাব্দী ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসার অভাবে সিরাজগঞ্জের বাড়িতে জীবনের শেষ সময় কাটছে তাঁর। খোঁজ নেয়ার যেনো কেউই নেই। এ অবস্থায় শিল্পীর উন্নত চিকিৎসার জন্য সহায়তা চায় তাঁর পরিবার। শারিরিক অবস্থার অবনতি হওয়ায় সিরাজগঞ্জে খাজা ইউনূস আলী হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। ৬৯ এ গণ আন্দোলনের সময় মঞ্চ নাটক পরিচালনা ও অভিনয়ের মাধ্যমে শিল্পাঙ্গনে পা রাখেন সাংবাদিক জাহাঙ্গীর হোসেন মুক্তা। ১৯৭৭ সালে “আসামি হাজির” ছবির চিত্রনাট্যের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে যোশেফ শতাব্দী নামে আত্মপ্রকাশ ঘটে তাঁর। এরপর ধর্ম আমার মা, আসমান জমিন, মাটির দুর্গ, কোরবানী, সুখের সংসার, এদেশ তোমার আমার, কোটি টাকার কাবিন, বিয়ের ফুলসহ দুইশরও বেশি ব্যবসা সফল ছবির চিত্রনাট্য রচনা করেন গুনী এই মানুষটি। কিন্তু মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে অনেকটা আড়ালেই জীবনের শেষ সময় পার করছেন যোসেফ। চলচ্চিত্রে নিজেকে বিলিয়ে দিলেও তাঁর এ দুঃসময়ে পাশে নেই সহকর্মীদের কেউই। জীবন সায়াহ্নে গুণী এ শিল্পীর খোঁজ না রাখায় ক্ষুব্ধ তার পরিবার ও সহকর্মীরা। যোশেফ শতাব্দীর সহায়তায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিল্পাঙ্গনের মানুষেরা।