ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

চুয়াডাঙ্গায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

প্রকাশিত : ০৮:২৯ এএম, ৮ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার

চুয়াডাঙ্গা সদর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পাপ্পু হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। চুয়াডাঙ্গা সদর থানার ওসি দেলোয়ার হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার উজলপুর মাঠে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটারগান, দুই রাউন্ড গুলি, চারটি হাতবোমা ও এক বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।

নিহত পাপ্পু হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়ীয়া গ্রামের বজলুর রহমানের ছেলে বলে জানা গেছে। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানাসহ বিভিন্ন থানায় মাদক ও অস্ত্রসহ ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি দেলোয়ার হোসেন খান জানান, বুধবার রাতে রাতে উজলপুর এলাকায় পুলিশ টহল দিচ্ছিল। এসময় একদল মাদক ব্যবসায়ী পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে পাপ্পুকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একে//