পরিত্যক্ত জমিতে আলু চাষ(ভিডিও)
প্রকাশিত : ১০:৪১ এএম, ৮ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার
শীত ঘিরে নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। এরইমধ্যে শুরু হয়েছে বীজ রোপণের কাজ। পরিত্যক্ত জমি ব্যবহারের মাধ্যমে ভালো ফলন ও বাড়তি উপার্জনের আশা করছেন চাষীরা।
এবারও নিলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় চলছে আগাম আলু চাষ। এখানে ৩০ হাজার হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি অফিস।
ভালো ফলন ও দাম পাওয়ায় আগের চেয়ে এবার ৫০০ হেক্টর বেশি জমিতে আলু চাষ হচ্ছে কিশোরগঞ্জে। চাষীরা বলছেন, দুই মাসের মধ্যেই আলু তুলে বাজারজাত করতে পারলে ভালো দাম পাওয়া যায়।
এদিকে, আগাম আলু চাষে কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ দেয়া হচ্ছে বলে জানালেন কৃষি কর্মকর্তা।
পরিত্যক্ত জমি ব্যবহারের মাধ্যমে, বাড়তি উপার্জন নিশ্চিতে, দেশে আগাম আলু চাষে কৃষকদের উদ্বুদ্ধ করার পরামর্শ সংশ্লিষ্টদের।