৫ বছরেও চালু হয়নি ওরাল স্যালাইন কারখানা(ভিডিও)
প্রকাশিত : ১০:৪৫ এএম, ৮ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার
লোকবলের অভাবে উদ্বোধনের ৫ বছর পরও চালু হয়নি ঝিনাইদহের একমাত্র ওর্যাল স্যালাইন কারখানা। অযতœ-অবহেলায় নষ্ট হচ্ছে যন্ত্রাংশ, আসবাবপত্র ও অবকাঠামো। এটি চালু হলে- সুবিধা পাবে কয়েক জেলার মানুষ।
ডায়রিয়া বা পানিশূন্যতায় ওরাল স্যালাইনের কোনো বিকল্প নেই। ঝিনাইদহে মাসে এর চাহিদা এক লাখ প্যাকেট। যা আনতে হয় যশোর থেকে।
শহরের মদন মোহন পাড়ায় প্রায় এক কোটি টাকায় নির্মাণ করা হয় এই কারখানা। উদ্বোধন করা হয় ৫ বছর আগে।
তখন থেকেই অবহেলায় পড়ে আছে প্রতিষ্ঠানটি। চারপাশ ভরে গেছে ঝোপ-ঝাড়ে। বিভিন্ন কক্ষে সৃষ্টি হয়েছে ময়লা-আর্বজনার স্তুপ। ভেঙে পড়ছে দরজা-জানালা। ফেটে গেছে দেয়াল। নেই বিদ্যুৎ সংযোগ।
সরকার লোকবল নিয়োগ দিলেই এটি চালু করা সম্ভব বলে জানালেন সিভিল সার্জন।
ওর্যাল স্যালাইন কারখানাটি চালু হলে, অনেক কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে জানান সংশ্লিষ্টরা।