ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১০ ১৪৩১

রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে

প্রকাশিত : ১০:৪৯ পিএম, ৮ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার

শুক্রবার সকাল ৬ টা থেকে রোববার সকাল ৬ টা পর্যন্ত এই ৭২ ঘন্টায় রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক এ তথ্য জানান।

ওমর ফারুক বলেন, দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া স্বাভাবিক তাপমাত্রা বজায় থাকবে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, শ্রীলংকায় ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও কামরিন সাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে কামরিন সাগর ও তৎসংলগ্ন শ্রীলংকা এলাকায় লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে।

পূর্বাভাসে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ ঢাকায় সূর্যাস্ত ৫ টা ১৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ১০ মিনিটে।

আরকে//