আ.লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু হচ্ছে আজ
প্রকাশিত : ০৮:১২ এএম, ৯ নভেম্বর ২০১৮ শুক্রবার | আপডেট: ১০:৩৭ এএম, ৯ নভেম্বর ২০১৮ শুক্রবার
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই আনুষ্ঠানিকভাবে প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে আওয়ামী লীগ। আজ শুক্রবার দলীয় মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে এই প্রক্রিয়া শুরু করছে ক্ষমতাসীন দলটি।
আগে থেকেই দলের সিদ্ধান্ত ছিল, নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পরপরই প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া শুরু করা হবে।
গতকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার কে. এম. নুরুল হুদা এই তফসিল ঘোষণা করেছেন।
দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবন থেকে আজ সকাল ১০টা থেকে আবেদনপত্র সংগ্রহ করতে বলা হয়েছে। তবে কতদিন মনোনয়ন ফরম বিতরণ ও জমা নেওয়া হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে দলীয় সূত্র জানিয়েছে।
দলীয় সূত্রগুলো বলছে, বরাবরের মতো এবারও আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরম বিতরণের মধ্য দিয়ে এই কার্যক্রমের সূচনা ঘটবে। দলের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অথবা অন্য কোনো জ্যেষ্ঠ নেতা দলীয় প্রধানের পক্ষে ফরম সংগ্রহ করবেন।
এসএ/