ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

দেশে কেউ গরীব থাকবে না: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০২:৩৩ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৬ বুধবার | আপডেট: ০২:৩৩ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৬ বুধবার

দেশে কেউ গরীব থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুড়িগ্রামের চিলমারিতে ১০ টাকা দরে চাল বিতরন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জনগণের কল্যাণেই সরকার কাজ করছে জানিয়ে তরুন প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে বিরত রাখারও আহবান প্রধানমন্ত্রীর। নির্বাচনী অঙ্গিকার পূরণে আরেক ধাপ এগোলেন প্রধানমন্ত্রী। রাখলেন নিজের প্রতিশ্রুতি। কুড়িগ্রামের চিলমারি থানাহাট পাইলট স্কুলে এক অনুষ্ঠানে ৫০ লাখ হতদরিদ্র পরিবারকে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ কর্মসূচি শুরু করলেন তিনি। এই কর্মসূচির আওতায় প্রতিমাসে ৩০ কেজি করে চাল পাবে প্রতিটি পরিবার। বছরের মাচর্, এপ্রিল ও সেপ্টেম্বর থেকে নভেম্বর এই পাঁচ মাস ১০ টাকা দরে চাল পাবেন তারা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারই কেবল প্রতিশ্রুতি দিয়ে তা পূরণ করতে পারে। দেশে কেউ গরীব থাকবেনা, সে লক্ষ্যেই তার সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। তবে, উন্নয়নের এই ধারা অব্যহত রাখতে ভবিষ্যত প্রজন্মকেও বিপথগামী হওয়া থেকে বিরত রাখার আহবান জানান শেখ হাসিনা। বলেন, বিএনপি-জামায়াতের সৃষ্ট সন্ত্রাস ও জঙ্গিবাদে যাতে যুব সমাজ জড়িয়ে না পড়ে সেদিকে সতর্ক থাকবে হবে।