বাজারে শীতের সবজিতে ভরপূর, দামে চড়া
প্রকাশিত : ০৭:০১ পিএম, ৯ নভেম্বর ২০১৮ শুক্রবার
কয়েক দিন ধরে ঢাকায় হালকা শীত অনুভূত হচ্ছে। এরই মধ্যে বাজারে উঠতে শুরু করেছে নানা ধরনের শীতের সবজি। বাজার ভর্তি শীতের সবজি থাকলেও দাম কিন্তু যথেষ্ট চড়া। শীতের সবজিতে ভরপূর বাজার। কিন্তু দাম চড়া। শুক্রবার রাজধানীর বাজারগুলোতে এমনটায় দেখা গেছে।
রাজধানীর রামপুরা, মালিবাগ, সেগুনবাগিচা, হাতিরপুল, ফার্মগেট, কারওয়ান বাজারসহ বেশ কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, দোকানগুলো শীতের সবজিতে ভরা। শিম, নতুন আলু, পেঁয়াজ পাতা, টমেটো, মুলা, ফুলকপি, বাঁধাকপি, নতুন বেগুনসহ নানা রকমের সবজি পাওয়া যাচ্ছে। তবে নতুন সবজি বাজারে আসা মানে বাড়তি দাম গুনতে হবে, এটা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে।
ফার্মগেটের তেজগাঁও কলেজের সামনে নিয়মিতই সবজি বিক্রি করেন মো. সুমন। সবজিগুলো দেখেই মনে হলো বেশ সতেজ। নতুন আলুর কেজি কত জিজ্ঞাসা করতেই দাম চাইলেন ১২০ টাকা। এক ক্রেতা পাশ থেকে শুনে অন্য দোকানের দিকে হাঁটা দিল।
পাইকারি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, দেশে চাষ হওয়া নতুন আলু তোলার এখনো সময় হয়নি। তবে ভারত থেকে কিছু আলু আমদানি হচ্ছে। এগুলোই বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে। পুরনো আলু এখনো ২৫-৩০ টাকা দামেই বিক্রি হতে দেখা গেছে।
মাস দুয়েক ধরেই ভারত থেকে আমদানি করা পাকা টমেটো বিক্রি হচ্ছিল চড়া দামে। এখনো এই টমেটো প্রতি কেজি ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে দেশি টমেটোও বাজারে আসতে শুরু করেছে। এসব টমেটোর দাম আরো চড়া। ১০০-১২০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। দাম কিছুটা কমলেও এখনো চড়া দামেই বিক্রি হচ্ছে শিম। প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৪০-৬০ টাকা কেজি দরে। সপ্তাহখানেক ধরে বাজারে আসতে শুরু করেছে পাতা পেঁয়াজ। প্রতি কেজি পাতা পেঁয়াজ পাইকারিতে ৩০-৪০ টাকায় বিক্রি হলেও মহল্লার কাঁচাবাজারগুলোতে বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা কেজি দরে।
তবে সরবরাহ বেড়ে যাওয়ায় কমেছে ফুলকপি ও বাঁধাকপির দাম। বাজারভেদে ফুলকপি ২৫-৪০ টাকা এবং বাঁধাকপি ২৫-৩০ টাকা পিস বিক্রি হতে দেখা গেছে। এ ছাড়া বেগুন প্রতি কেজি ৩৫-৫০ টাকা, মুলা প্রতি কেজি ৩০-৪০ টাকা, কাঁচকলা প্রতি হালি ২০-২৫ টাকা, লাউ আকারভেদে প্রতি পিস ৩৫-৫০ টাকা, ঝিঙা ৪০-৫০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে।
এসএইচ/