ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

কর দেন না সামর্থ্যবানদের ৬৮ শতাংশ: সিপিডির জরিপ

প্রকাশিত : ১০:৫৫ এএম, ১০ নভেম্বর ২০১৮ শনিবার

দেশে মাত্র ৩২ শতাংশ সামর্থ্যবান ব্যক্তি আয়কর দেন। সে হিসাবে সামর্থ্যবানদের ৬৮ শতাংশই কর দেন না। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক ধারণা জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপের তথ্য অনুযায়ী, কর পরিশোধ পদ্ধতির জটিলতা ও হয়রানির আশঙ্কায় বেশিরভাগ মানুষ করের জালে আসতে ভয় পান।

গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে ‘ক্যাটালাইজিং ডেভেলপমেন্ট ফিন্যান্স ফর বাংলাদেশ: মবিলাইজেশন অ্যান্ড ইউটিলাইজেশন চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনারে এসব তথ্য উপস্থাপন করে সিপিডি।

আলোচনায় অংশ নিয়ে বক্তারা অন্যান্য দেশের তুলনায় দেশে জিডিপিতে (মোট দেশজ উত্পাদন) রাজস্বের আহরণের হার কম বলে উল্লেখ করেন। আর এর পেছনে রাজস্ব ব্যবস্থাপনার নীতি-কাঠামোগত সমস্যা এবং উচ্চ করহার এবং করদাতা ও কর কর্মকর্তাদের যোগসাজশে ফাঁকিসহ বেশকিছু কারণ তুলে ধরেন।

একে//