ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

লিট ফেস্টে পদচারণায় মুখর বাংলা একাডেমী প্রাঙ্গণ

প্রকাশিত : ১১:৩১ এএম, ১০ নভেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ১১:৩২ এএম, ১০ নভেম্বর ২০১৮ শনিবার

 

দেশী-বিদেশী নবীন প্রবীন কবি-সাহিত্যিকদের পদচারণায় মুখর হয়ে উঠছে বাংলা একাডেমী প্রাঙ্গণ। গতকাল শুক্রবার ছুটির দিনে উপচে পড়ে দর্শনার্থীরা। তাদের মতে, সাহিত্য চর্চার তথ্য আদান-প্রদানে এ ধরণের আয়োজন প্রতি বছরই হওয়া উচিত।

সাহিত্য বিষয়ক আন্তর্জাতিক আয়োজন ‘ঢাকা লিট ফেস্ট’ সাহিত্য উৎসব শুরু হয়েছে বৃহস্পতিবার। এ আয়োজনের শেষ তথা তৃতীয় দিন চলছে আজ শনিবার। উৎসব আয়োজনে সহায়তা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলা একাডেমি।

এবারের আসরে অংশ নেন দেশি-বিদেশি খ্যাতিমান সাহিত্যিকরা। তাদের মতে, সাহিত্য চর্চার তথ্য আদান-প্রদানে এ ধরণের আয়োজন প্রতি বছরই হওয়া উচিত।

বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে পরিচিত করতে লিট ফেস্টের মতো আয়োজন খুব বেশী প্রয়োজন বলেও মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। এমন উৎসব প্রজন্ম থেকে প্রজন্মে সাহিত্যের উন্নয়ন ঘটায় বলেও মনে করেন তারা।

দেশী-বিদেশী কবি-সাহিত্যিকদের এমন মিলনমেলা নবীন লেখকদের ভাবনা আরো গতিময় করবে বলে মন্তব্য নতুন প্রজন্মের।

প্রতিবার বাংলা সাহিত্যে লেখকদের জন্য জেমকন সাহিত্য পুরস্কার দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় এবার জেমকন সাহিত্য পুরস্কার পেলেন কথাসাহিত্যিক প্রশান্ত মৃধা এবং দুই তরুণ লেখক হামিম কামাল ও হাসান নাঈম।

আজ শেষ দিন শনিবার সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। উৎসব সকলের জন্য উন্মুক্ত থাকবে।

এমএইচ/