ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

জিকা ভাইরাসের প্রতিষেধক পেতে অন্তত ১৮ মাস অপেক্ষা করতে হবে- বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রকাশিত : ০৭:৩৫ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬ শুক্রবার | আপডেট: ০৭:৩৫ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬ শুক্রবার

jikaলাতিন আমেরিকায় ছড়িয়ে পড়া জিকা ভাইরাসের ভ্যাক্সিন বা প্রতিষেধক পেতে অন্তত ১৮ মাস অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অবশ্য প্রাথমিকভাবে ভ্যাক্সিনগুলো পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হবে। সংস্থাটি বলছে, ভ্যাক্সিনগুলো যুক্তরাষ্ট্র ও ভারত থেকে আনা হবে। তবে, গণহারে ব্যবহারের জন্য আরও সময় প্রয়োজন। এদিকে, ভেনিজুয়েলায় জিকায় আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। আর অস্ট্রেলিয়ায় দুই গর্ভবতীর দেহে ভাইরাসটির সংক্রমণ পাওয়া গেছে। এছাড়া, জিকা ভাইরাসের প্রতিষেধক তৈরি করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছে ব্রাজিল।