মাগুরা-১ আসনে নির্বাচন করতে চান সাকিব
প্রকাশিত : ০৪:৪০ পিএম, ১০ নভেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ০৬:২৭ পিএম, ১০ নভেম্বর ২০১৮ শনিবার
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করতে চান বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি মাগুরা-১ আসনে নির্বাচন করতে আগ্রহী। এমনটা জানালেন এই ক্রিকেটার আজ শনিবার। আগামীকাল রোববার তার দলীয় মনোনয়নপত্র কেনার কথা।
সাকিব জানান, তিনি মাগুরা-১ আসনের জন্য তার মনোনয়নপত্র জমা দেবেন।
নড়াইল থেকে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজারও আওয়ামী লীগ থেকে নির্বাচন করার কথা শোনা যাচ্ছে। গুঞ্জন রয়েছে, তিনিও কাল সকালে মনোনয়নপত্র সংগ্রহ করবেন।
এর আগে চলতি বছরের ২৯ মে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের নির্বাচন করার বিষয়ে আভাস দিয়েছিলেন। পরদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, আগামী বিশ্বকাপের আগে সাকিব ও মাশরাফি রাজনীতিতে সক্রিয় হবেন না।
কিন্তু আজ পরিস্কার হয়ে গেলো সাকিব আল হাসান মাগুরা-১ আসন থেকে নির্বাচন করতে আগ্রহী। সব ঠিক থাকলে এবার জাতীয় সংসদে দেখা যেতে পারে এই ক্রিকেটারকে।
এসএইচ/