স্মার্টফোনের দাম কমালো হুয়াওয়ে
প্রকাশিত : ০৬:২৪ পিএম, ১০ নভেম্বর ২০১৮ শনিবার
দুটি স্মার্টফোনের দাম কমিয়েছে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ। কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচারের চারটি ক্যামেরাসম্পন্ন নোভা থ্রি আই ফোনে দুই হাজার এবং চার ক্যামেরা, হুয়াওয়ে ফুলভিউ ডিসপ্লে ও তিনটি কার্ড সম্বলিত হুয়াওয়ে ওয়াই নাইন-২০১৮ ফোনে এক হাজার ৬০০ টাকা হ্রাস করা হয়েছে।
অর্থাৎ হ্রাসকৃত মূল্য অনুযায়ী, নোভা থ্রি আই এর বর্তমান মূল্য ২৬ হাজার ৯৯০ টাকা এবং ওয়াই নাইন-২০১৮ ১৭ হাজার ৯৯০ টাকা।
দেশব্যাপী ৬৪ জেলায় অবস্থিত সব হুয়াওয়ে ব্র্যান্ড শপ ও অনুমোদিত মোবাইল আউটলেটে নতুন দামে ফোন কেনা যাবে।
উল্লেখ্য, হুয়াওয়ে নোভা আই ফোনটিতে আছে ৬ দশমিক ৩ ইঞ্চির ফুলভিউ আইপিএস নচ ডিসপ্লে, ২৪ মেগা পিক্সেলের প্রাথমিক সেন্সর বিশিষ্ট ডুয়াল ফেসিং ক্যামেরা ও ২ মেগা পিক্সেলের সেন্সর, ১৬ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও ২ মেগা পিক্সেলের সেকেন্ডারি সেন্সর বিশিষ্ট রিয়ার ক্যামেরা। ফোনটিতে আরও আছে চার জিবি র্যাম ও ১২৮ জিবির রম।
অন্যদিকে, ওয়াই নাইন-২০১৮ ফোনটিতে রয়েছে ৫.৯ ইঞ্চির হুয়াওয়ে ফুলভিউ ডিসপ্লে, ৪০০০ মিলি অ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি, তিন জিবি র্যাম, ৩২ জিবি রম । এছাড়া, হ্যান্ডসেটটিতে রয়েছে তিনটি কার্ড, যেখানে একই সঙ্গে দুটি সিম কার্ড ছাড়াও সর্বোচ্চ ২৫৬ জিবির একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করার সুবিধা রয়েছে।
এসএইচ/