ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

নির্বাচন নিয়ে দেশের কোথাও কোন সমস্যা নেই: মুহিত

প্রকাশিত : ০৯:১৪ পিএম, ১০ নভেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ০৯:২০ পিএম, ১০ নভেম্বর ২০১৮ শনিবার

নির্বাচন নিয়ে এই মুহুর্তে দেশের কোথাও কোন সমস্যা নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেছেন, আমাদের দেশে জাতীয় নির্বাচন একেবারেই দোরগোড়ায়। কিন্তু তা নিয়ে দেশের কোথাও এই মুহূর্তে কোনও সমস্যা নেই। দেশজুড়ে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক, শান্ত ও ভালো রয়েছে। সবাই স্বাধীনভাবে যার যার মত প্রকাশ করছেন।

শনিবার (১০ নভেম্বর) বিকালে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ঢাকা লিট ফেস্ট-২০১৮ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী আরও বলেন, আমার মনে হয় বাংলাদেশে আমাদের রাজনৈতিক জীবনে উত্থান-পতন আছে। রাজনৈতিক পরিবর্তনের বাতাস আমরা সংস্কৃতি এবং সাহিত্যের পালে লাগতে দেই না। নির্বাচন আমাদের খুব সন্নিকটে, পরিবেশ খুব ভালো এবং শান্ত। যারা এখানে বিদেশি অতিথিরা এসেছেন তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি বুঝতে পেরেছেন যে দেশে ইলেকশন সামনে? নির্বাচন নিয়ে কোনও ভীতির পরিবেশ নেই এই দেশে এবং এটা ভালো। এর মানে হলো আমরা ভালো আচরণ করছি এবং ডিসেম্বরেই নির্বাচন হবে।

আরকে//