ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

কুবির সি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

কুবি সংবাদদাতা

প্রকাশিত : ১০:১৮ পিএম, ১০ নভেম্বর ২০১৮ শনিবার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ও `এ` ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে ১১টা `সি `ইউনিট এবং বিকাল তিনটা থেকে চারটায় `এ` ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সি ইউনিটের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ মোট ১১টি কেন্দ্রে ৬৭.৭৬ শতাংশ পরীক্ষার্থী, `এ` ইউনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ছাড়াও ১৮টি কেন্দ্রে ৪৯.৪০ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত হয়।

এর আগের দিন শ্রুক্রবারে বিকালে অনুষ্ঠিত ১৬টি কেন্দ্রে `বি` ইউনিটের ভর্তি পরিক্ষায় উপস্থিত ছিলো ৬১.২৫ শতাংশ।
উল্লেখ্য অন্যান্য বারের তুলনায় এবারের উপস্থিতি সংখ্যা বেশি ছিল।

ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. আবু তাহের জানান, "কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী (১২ নভেম্বর) সোমবার বিকালে (একই সঙ্গে তিন ইউনিট) ফলাফল ঘোষণা করা হবে বলে জানান তিনি।

ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.cou.ac.bd থেকে জানা যাবে।

এসএইচ/