আশুলিয়ায় ডাকাতের গুলিতে নিহত ১
প্রকাশিত : ০৯:০৯ এএম, ১১ নভেম্বর ২০১৮ রবিবার | আপডেট: ০৯:০৯ এএম, ১১ নভেম্বর ২০১৮ রবিবার
ঢাকার অদূরে আশুলিয়ায় ডাকাত দলের গুলি ও হামলায় আবুল সরকার (৫০) নামে এক গৃহকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই পরিবারের আরও তিন জন।
রোববার ভোর ৪টার দিকে আশুলিয়ার দূর্গাপুর এলাকায় সরকার বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত আবুল সরকার স্থানীয় মকবুল সরকারের বড় ছেলে বলে জানা যায়। তিনি জমি কেনাবেচা ও বাড়ি ভাড়ার দেওয়ার ব্যবসা করতেন।
স্থানীয় সূত্র জানায়, রোববার ভোর ৪টার দিকে একদল ডাকাত আবুল সরকারের ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করে ডাকাতরা ওই ঘরের গৃহকর্তার কক্ষে থাকা লাইসেন্স করা একটি বন্দুক দখলে নেয়। ডাকাতি শেষে চলে যাওয়ার ঠিক আগ মুহূর্তে এক প্রতিবেশী বিষয়টি টের পেয়ে স্থানীয় মসজিদে ঘোষণা দেন। এতে বেশির ভাগ ডাকাত সদস্য পালিয়ে গেলেও দুইজনকে আটকের চেষ্টা করেন আবুল সরকার ও তার ভাই মকবুল সরকার। এ সময় দুই ভাই মিলে এক ডাকাতকে জড়িয়ে ধরতে গেলে ডাকাতদের অপর সদস্য প্রথমে দুই ভাইয়ের মাথায় লোহার রড দিয়ে আঘাত করেন। এরপর আবুল হোসেনের পেটে গুলি করে পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় আবুল হোসেন ও মকবুল হোসেনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে যাওয়ার পথেই মারা যান আবুল হোসেন।
একে//