ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

পাকিস্তানের মাটিতে পা দিতে রাজি নন স্মিথ

প্রকাশিত : ০৯:৫৯ এএম, ১১ নভেম্বর ২০১৮ রবিবার

পিএসএল খেলতে রাজি আছেন, তবে পাকিস্তানে নয়৷ এমনই শর্ত সাপেক্ষে পাকিস্তান সুপার লিগে অংশ নিতে রাজি হলেন নির্বাসিত অজি দলনায়ক স্টিভ স্মিথ৷ শুধু আমীরশাহী লেগের জন্যই তাকে পাওয়া যাবে৷ প্লে-অফ বা ফাইনাল খেলতে পাকিস্তানে যাবেন না৷ পাকিস্তান ক্রিকেট বোর্ডকে এমনই স্পষ্ট জানিয়ে দিয়েছেন স্মিথ৷

একা স্মিথ নন৷ প্রথম সারির আরও এক ঝাঁক ক্রিকেটার নিরাপত্তার খাতিরে পাকিস্তানের মাটিতে খেলতে রাজি হননি৷ যাদের মধ্যে রয়েছেন এবি ডি’ভিলিয়র্সও৷ এছাড়া ব্রেন্ডন ম্যাকালাম, ক্রিস লিনের মতো তারকারা বিগ ব্যাশ লিগ শেষ হওয়ার পরেই পিএসএলে যোগ দেবেন বলে জানিয়ে দিয়েছেন এবং পাকিস্তানে খেলতে যাওয়ার বিষয়ে তাদেরও আপত্তি রয়েছে৷

কেপ টাউনে বল বিকৃতি কাণ্ডে জড়িয়ে ১২ মাস আন্তর্জাতিক ও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট থেকে নির্বাসিত হলেও বিশ্বের বিভিন্ন প্রান্তে টি-২০ লিগ খেলতে আপত্তি নেই স্মিথের৷ তার নির্বাসন উঠে যাওয়ার কথা আগামী বছর বিশ্বকাপের ঠিক আগে৷ জাতীয় দল থেকে দূরে থাকায় পিএসএল খেলার সময় পাবেন স্মিথ৷ তাই এবারই প্রথম তিনি নিজেকে জড়াতে চাইছেন পাকিস্তান সুপার লিগের সঙ্গে৷ তবে সেটাও শুধু সংযুক্ত আরব আমীরশাহীতে৷

ভারত ছাড়া টেস্ট খেলিয়ে সব দেশের ক্রিকেটাররা এবার পিএসএলের নিলামে অংশ নেবেন৷ কিছু অ্যাসোসিয়েট দেশের ক্রিকেটাররাও নিজেদের টুপি ছুঁড়ে দিয়েছেন রিংয়ে৷ এই অবস্থায় পাক বোর্ড বিদেশি ক্রিকেটার নির্বাচনের ক্ষেত্রে এমন শর্তের কথা মাথায় রাখার দায় চাপিয়েছে ফ্র্যাঞ্চাইজিদের উপরেই৷

সব মিলিয়ে এবার ৩১১ জন পাকিস্তানি ও ৩৭১ জন বিদেশি ক্রিকেটার অংশ নেবে পিএসএলের নিলামে৷ আগামী ২০ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হবে পিএসএল নিলাম৷

সূত্র: কলকাতা ২৪x৭

একে//