ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

চট্টগ্রামে শিশুসহ সব বয়সী ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে

প্রকাশিত : ০১:৩০ পিএম, ৯ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ০১:৩০ পিএম, ৯ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার

চট্টগ্রামে শিশুসহ সব বয়সী ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। শুধুমাত্র চলতি বছরেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে ভর্তি হয়েছে ৬৭ জন ক্যান্সার আক্রান্ত শিশু। এরমধ্যে মারা গেছে ৩০ শতাংশ। বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা কম থাকায় সময়মতো চিকিৎসা দেয়াও কঠিন হয়ে পড়ে বলে জানালেন চিকিৎসকরা। মাত্র ১৭ মাসের শিশু জান্নাত। যে বয়েসে ওর হাত-পা ছোড়াছুড়ি করে, ঘরময় হেঁটে বেড়ানোর কথা ছিল, সে বয়সেই নির্জীব হয়ে শুয়ে আছে হাসপাতালের বিছানায়। কখনো কেঁদে উঠছে যন্ত্রণায় । দুই দিন আগে সে এসেছে অপারেশন টেবিল থেকে। ফেলে দেয়া হয়েছে তার বাঁ পাশের কিডনি। কিডনি ক্যান্সার নিয়েই মায়ের পেট থেকে এসেছে পৃথিবীতে। অন্যদিকে পাঁচ বছর বয়েসী শিশু তাসফিয়া। পিঠে ছোট একটা টিউমার নিয়ে তার জন্ম হলেও দুই বছর বয়সে বুকে, পিঠে টিউমারের সংখ্যা বেড়ে দাঁড়ায় তিনটি। সেই সাথে বড় হতে থাকে টিউমারের আকারও। এই শিশুটিও যাবে অপারেশন টেবিলে। এ চিত্র চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের। ক্যান্সারের  মতো মরণঘাতী রোগের ব্যয়বহুল চিকিৎসা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। চলতি বছরে জানুয়ারী থেকে এ পর্যন্ত হাসপাতালটিতে ৬৭জন শিশুসহ বিভিন্ন বয়েসী ক্যান্সার আক্রান্ত রোগী ভর্তি হয়েছে ৬০২ জন। এর মধ্যে আগস্ট মাসেই ২০জন শিশু ভর্তি হয়েছে বলে জানান চিকিৎসকরা। এসব টিউমার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে কোনো রকম থেরাপি ছাড়াই শুধুমাত্র সার্জারি দিয়ে সফলভাবে নিরাময় করা যায় বলে মনে করেন লস অ্যাঞ্জেলসের শিশু হাসপাতালে গবেষণা করা এই বিশেষজ্ঞ। আমেরিকায় সফলতার হার ৯৭ শতাংশ হলেও সচেতনতার অভাবে বিশ্বের অন্যান্য দেশে তা মাত্র ২০ শতাংশ  বলে জানান তিনি। শিশু ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে ‘চাইল্ডহুড ক্যান্সার: কনসেপ্ট, কজ অ্যান্ড কিউর’ শীর্ষক সেমিনারের আয়োজন করে চমেক এর শিশু সার্জারী বিভাগ। ক্যান্সার প্রতিরোধে খাদ্যাভ্যাস ও জীবন যাপনের ধরণ পাল্টানোসহ বিভিন্ন সচেতনমূলক কার্যক্রম গ্রহণের উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি শিশুদের ধূমপানমুক্ত পরিবেশ, বিশুদ্ধ বাতাস, পানি ও খাবার খাওয়ানোর পরামর্শ তাদের।