একুশে গ্রন্থমেলার শিশুপ্রহরে বাবা-মা’র সঙ্গে এসে পছন্দের বই কিনেছে শিশুরা
প্রকাশিত : ০৭:২২ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬ শুক্রবার | আপডেট: ০৭:২৯ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬ শুক্রবার
একুশে গ্রন্থমেলার দ্বিতীয় সপ্তাহের শিশুপ্রহরে বাবা-মা’র সঙ্গে মেলায় এসে পছন্দের বই কিনেছে শিশুরা। খুদে এক শিশুর লেখা বইয়ের মোড়কও উন্মোচন হয়েছে আজকের শিশুপ্রহরে। এছাড়া মেলায় শিশুদের জন্য ছিলো নানা আয়োজন।
গ্রন্থমেলায় আজকের দিনটি শুধুই শিশুদের। গেট খোলার আগে থেকেই বাংলা একাডেমী ও সোহরাওয়ার্দী উদ্যানের গেটে মা-বাবার হাত ধরে শিশুদের অপেক্ষা। মেলায় ঢুকে পছন্দের বইয়ের খোঁজে স্টলগুলোতে শিশুদের ভিড়।
শিশু প্রহরে এবার উন্মোচন করা হলো এবারের মেলায় সবচে ক্ষুদে এ লেখকের বই। ক্ষুদে এ লেখককে উৎসাহ দিলেন সাহিত্যিক আনিসুল হক।
অন্য শিশুপ্রহরের মতো আজও ছিলো ক্ষুদে শিল্পীদের সঙ্গীত প্রতিযোগিতা।
প্রকাশকদের অভিযোগ, বিদেশি চ্যানেলে প্রচারিত অনেক কার্টুন বই আকারে প্রকাশ হওয়ায় অনেক মৌলিক শিশুতোষ গ্রন্থ মার খাচ্ছে।
