ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

পাবনায় চন্দ্র সৎসঙ্গ আশ্রমে শুরু হচ্ছে দুইদিনব্যাপী ১২৯তম আবির্ভাব তিথি উৎসব

প্রকাশিত : ০১:৫০ পিএম, ৯ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ০১:৫০ পিএম, ৯ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার

আজ থেকে পাবনায় ঠাকুর অনুকুল চন্দ্র সৎসঙ্গ আশ্রমে শুরু হচ্ছে দুইদিনব্যাপী ১২৯তম আবির্ভাব তিথি উৎসব। এদিকে তিন মাসেও উদঘাটন হয়নি আশ্রমটির সেবক নিত্যরঞ্জন পান্ডের হত্যা রহস্য। গেল ১০ জুন আশ্রমের সেবক নিত্যরঞ্জন পান্ডে হত্যা ঘটনার পর এই প্রথম বড় কোনো উৎসব অনুষ্ঠিত হচ্ছে আশ্রমটিতে। দেশ-বিদেশ থেকে উৎসবে অংশ নিতে আসছেন হাজারো ভক্ত অনুসারী। তাই শঙ্কা থাকলেও উৎসবটি সফল করার প্রত্যাশা আশ্রম কর্তপক্ষের। উৎসব ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পরমতীর্থ হিমাইতপুর ধামে দুইদিনব্যাপী ঠাকুর অনুকুল চন্দ্রের ১২৯তম আবির্ভাব তিথি উৎসব শেষ হবে শনিবার। এদিকে হত্যার তিন মাসেও সেবক নিত্যরঞ্জ পান্ডে হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ।