সঙ্গীর ওপর নির্ভরতা থাকলে প্রেম হয় না : ক্যাটরিনা
প্রকাশিত : ০৬:১৫ পিএম, ১১ নভেম্বর ২০১৮ রবিবার
ভালোবাসার ক্ষেত্রে উদারতা জরুরি বলে মনে করেন বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফ। ক্যাটের কাছে প্রেমের মানে হচ্ছে- নিজের সুখের জন্য অনেকেই তাঁদের সঙ্গীর কাঁধে দায়িত্বের বোঝা চাপিয়ে দেন, যেটা সম্পর্কের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলে।
সম্প্রতি নির্মাতা-প্রযোজক করণ জোহরের সঞ্চালনায় অনুষ্ঠিত চ্যাট শো ‘কফি উইথ করণ’ এ যোগ দেন ক্যাটরিনা কাইফ। সেখানেই প্রেম নিয়ে মত দেন ক্যাট। শিগগিরই এই পর্বটি স্টার ওয়ার্ল্ডে সম্প্রচার করা হবে।
‘যদি তুমি তোমার সঙ্গীর কাছ থেকে খুব ভালোবাসা বা আরো মনোযোগ চাও, আর এর ভিত্তিতে নিজেকে বিচার করো; তবে তোমার সম্পর্ক একটু হলেও ভুগবে। এতে তোমার নিজের প্রতি শ্রদ্ধাবোধেও আঘাত পড়বে, যেটা ভালো কিছু নয়,’ বলেন ক্যাটরিনা।
তবে ক্যাটরিনা ও করণ দুজনই মনে করেন, একজনের অনুভব অপরজনের পক্ষে সম্পূর্ণ বোঝা সম্ভব নয়।
প্রেম নিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে ক্যাটরিনা বলেন, ‘যেখানে একে অপরের কাছ থেকে কোনো প্রয়োজন থাকে না, সেখানে একজনের অপরজনের ওপর নির্ভরতা থাকে না। থাকে শুধু শ্রদ্ধা, সঙ্গ আর দুজনের মাঝে বিস্তর খোলা জায়গা।’
সালমানের সাবেক এই প্রেমিকার সর্বশেষ ছবি ‘থাগস অব হিন্দোস্তান’। এতে রয়েছেন অমিতাভ বচ্চন ও আমির খান। ছবিটি মুক্তির তিন দিনেই বক্স অফিসে শতকোটির ক্লাবে পৌঁছেছে। এ ছাড়া শাহরুখ খান অভিনীত ‘জিরো’ ছবিতেও রয়েছেন তিনি। আগামী ২১ ডিসেম্বর ‘জিরো’ মুক্তি পাবে।
/ এআর /