ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

জমে উঠছে রাজধানীর পশুর হাটগুলো

প্রকাশিত : ০২:৩১ পিএম, ৯ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ০২:৩১ পিএম, ৯ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার

জমে উঠছে রাজধানীর পশুর হাটগুলো। দেশের বিভিন্ন এলাকার পশু আসছে এ’সব হাটে। ক্রেতারা ঘুরে ঘুরে দেখছেন পছন্দের পশু। বিক্রেতারা জানিয়েছেন, এখনো পুরোপুরি বেচাকেনা শুরু হয়নি। এদিকে, জালনোট শনাক্ত এবং সার্বিক নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনী ও হাট কর্তৃপক্ষের রয়েছে কঠোর নজরদারি। কুষ্টিয়া থেকে আনা এ গরুটির দাম হাঁকা হচ্ছে ২ লাখ টাকা; গেলো ঈদেও এরকম তিনটি গরু এনেছিলেন কুষ্টিয়ার আনসার মন্ডল। আরেক খামারী বাবুল মন্ডল, গেলোবার ভালো দামে বিক্রি হয়েছে তার গরুও। এবার তিনি এনেছেন ১১টি গরু। বাবুল মন্ডলের মতো অন্য খামারীদেরও আশা, সঠিক দামে পশু বিক্রি করার। রাজধানীর আফতাব নগরের এই হাটে ট্রাক-বোঝাই করে আসছে কোরবানীর পশু। ছুটির দিন সকালে পছন্দের পশুটি কিনতে ক্রেতা সমাগমও কম নয়। এদিকে হাটে বসানো হয়েছে জাল নোট শনাক্তকারী মেশিন। একইসাথে সার্বিক নিরাপত্তা নিশ্চিতের কথাও জানিয়েছে কতৃপক্ষ। ঈদের এখনো দিন-তিনেক বাকি থাকায়, খামারী ও ব্যবসায়ীদের আশা- এবারও ভালো বিক্রির।