রাস্তা দাপাচ্ছে ইয়ামাহার নতুন তিন চাকার বাইক
প্রকাশিত : ০৯:৫৮ এএম, ১২ নভেম্বর ২০১৮ সোমবার | আপডেট: ১০:০০ এএম, ১২ নভেম্বর ২০১৮ সোমবার
তিন চাকার আবার বাইক হয় নাকি! তিন চাকার কথা এলেই অটোর ছবিটা সামনে ভেসে ওঠে। কিন্তু ইয়ামাহা যা আনছে তা দেখে চমকে উঠবেন।
ইয়ামাহা তিন চাকার মোটর সাইকেলটির নাম নিকেন জিটি। বাইকটির বিশেষত্ব হল, এর পিছনের সিটের পাশে ২৫ লিটারের প্যানিয়ার্স আছে। যাতে অনায়াসে অনেক জিনিস বহন করা যাবে।
বাইকটির আরও আকর্ষণীয় বিষয় হল, এতে মোবাইল বা কোনও ইলেকট্রনিক্স গ্যাজেট চার্জ দেওয়ার ব্যবস্থা আছে।
বাইকটির সামনের দিকে দু’টি চাকা। বেশি বাঁক নিয়ে ঘুরতে গিয়ে অনেক সময় স্কিড করে বাইক। কিন্তু নিকেনের সামনের দু’টি চাকা সেটা ব্যালান্স করে।
বাইকের সামেনে রয়েছে চওড়া উইন্ডস্ক্রিন। সিট চওড়া এবং রয়েছে হিটেড হ্যান্ডলবার গ্রিপ।
৮৪৭ সিসি-র তিন সিলিন্ডারবিশিষ্ট বাইক এটি। যা ইয়ামাহা-র অন্য মডেল এমটি-০৯-এ ব্যবহার করা হয়েছে।
বাইকটিতে রয়েছে ক্রুজ কন্ট্রোল। ফোর্থ গিয়ারের পর এবং সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ৮০ কিলোমিটার হলেই সেই কন্ট্রোলার কাজ করবে।
ব্রিটেন ও আমেরিকায় ইতোমধ্যেই বিক্রি শুরু হয়ে গিয়েছে নিকেন জিটি-র। ভারতীয় মুদ্রায় এর দাম প্রায় ১২ লক্ষ।
তথ্যসূত্র : আনন্দবাজার
এমএইচ/