ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

জবিতে মাস্টার টাইপিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৮:০০ পিএম, ১২ নভেম্বর ২০১৮ সোমবার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আইটি সোসাইটির উদ্যোগে প্রথমবারের মত “ক্যাম্পাস টাইপিং মাস্টার -২০১৮” এর পুরষ্কার বিতরণী এবং “বেসিক কম্পিউটার ওয়ার্কশপ ২০১৮” এর অংশগ্রহণকারীদের মধ্যে সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে টাইপিং মাষ্টার প্রতিযোগিতাটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমান প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরষ্কার বিতরণ করেন। এসময় উপাচার্য বলেন, বর্তমান বিশ্বে আইটি জ্ঞান ছাড়া এগিয়ে থাকা সম্ভব নয়। সকল ক্ষেত্রে আইটি জ্ঞান থাকা জরুরী। তাই সকলকে ন্যূণতম আইটির প্রাথমিক জ্ঞান অর্জন করতে হবে। এসময় তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে আইটি গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটিকে সাধুবাদ জানান। ক্যাম্পাস টাইপিং মাস্টার প্রতিযোগিতাটির ফাইনাল রাউন্ডে প্রথম স্থান অধিকারী ম্যানেজম্যান্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ইজাজ আহমেদকে একটি ল্যাপটপ প্রদান করা হয়।

এসময় প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইটি সোসাইটির মেন্টর অধ্যাপক ড.উজ্জল কুমার আচার্য্য। উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্রাপক মো: সেলিম ভুঁইয়্, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ,বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড,শওকত জাহাঙ্গীর,কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আতিয়ার রহমান,সামজিক অনুষদের ডিন অধ্যাপক ড.ফরিদা আক্তার খানম,লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড.কাজী সাইফুদ্দিন আহমেদ,আইন অনুষদের ডিন খ্রিষ্ট্রিন রিচার্ডসন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির সভাপতি মো:শরিফুল ইসলাম শাওন ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রাফি।

আরকে//