ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

সৌদির ভাড়াটে সেনাদের হটিয়ে দিয়েছে ইয়েমেনি যোদ্ধারা

প্রকাশিত : ১০:২৬ এএম, ১৩ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

সৌদি নেতৃত্বাধীন ভাড়াটে সেনাদের হটিয়ে দিয়েছে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধা ও তাদের সমর্থিত সেনারা। ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী হুদাইদা দখল করতে আসলে তাদেরকে হটিয়ে দেওয়া হয়।সৌদি জোটের একটি সূত্র ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে এ তথ্য দিয়েছে।

কয়েকবার আগ্রাসন চালিয়ে ব্যর্থ হয়ে গত ১১ দিন আগে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত নতুন করে হুদাইদা নগরী দখলের জন্য ১০ হাজার সেনা পাঠায়। কথিত আরব জোটের আগ্রাসনের এক পর্যায়ে হুদাইদার রাস্তায় রাস্তায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। তাতে অংশ নেয় হুথি যোদ্ধা ও স্থানীয় লোকজন।

হাসপাতাল ও সামরিক সূত্রগুলো বলছে, গত ২৪ ঘণ্টায় ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৫০ জন নিহত হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক রয়েছে।

এএফপি’র তথ্য অনুসারে ১১০ জন প্রতিরোধ যোদ্ধা ও ৩২ জন আগ্রাসী সেনা নিহত হয়েছে। হুদাইদার একটি সামরিক সূত্র সাতজন বেসামরিক নাগরিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে হুথি যোদ্ধাদের পাল্টা হামলার মুখে আগ্রাসী সেনারা পিছু হটতে বাধ্য হয় বলে এএফপি নিশ্চিত করেছে।

 

তথ্যসূত্র: পার্সটুডে

 

এমএইচ/