ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারের সিদ্ধান্তের প্রশংসা করেছেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৩:৪৬ পিএম, ৯ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৩:৪৬ পিএম, ৯ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার

বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানকে পাকিস্তানের এজেন্ট উল্লেখ করে তার স্বাধীনতা পদক প্রত্যাহারের সিদ্ধান্তের প্রশংসা করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ। বাংলাদেশের চলমান রাজনীতি নিয়ে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এসময় তিনি আরো বলেন, স্বাধীনতা যুদ্ধে জিয়ার গুপ্তচরবৃত্তির জন্য অচিরেই তার মরণোত্তর বিচার হওয়া উচিত। সেই সাথে সাম্প্রতিক সময়ের আলোচিত জঙ্গীবাদের মূল মদদদাতা বিএনপি-জামাত উল্লেখ করে তিনি তাদেরও বিচারের দাবী জানান। সন্ত্রাসবাদকে রুখতেও সবাই ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন তিনি।