ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১২ ১৪৩১

দেশের বিভিন্ন স্থানে পশুরহাটগুলোতে চলছে জমজমাট বেচাকেনা

প্রকাশিত : ১২:২১ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ১২:১৭ পিএম, ৪ এপ্রিল ২০১৭ মঙ্গলবার

ঈদুল আজহার বাকী আর মাত্র দু’দিন। দেশের বিভিন্ন স্থানে পশুরহাটগুলোতে চলছে জমজমাট বেচাকেনা। দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে রয়েছে পরস্পর বিরোধী বক্তব্য। এদিকে, পশুর হাটগুলোতে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি রোগাক্রান্ত ও কৃত্রিম উপায়ে মোটাতাজা করা পশুর কেনা-বেচা ঠেকাতে তৎপর রয়েছেন প্রাণি-সম্পদ কর্মীরা। রাজধানীর কাছে গাজীপুরের বিভিন্ন পশুরহাটে চলছে জমজমাট বেচাকেনা। হাটে ভারতীয় গরু কম আসায় ন্যায্যমূল্য পেয়ে খুশি খামারীরা। আর বাজেটের মধ্যে চাহিদামতো দেশি পশু কিনতে পেরে খুশি ক্রেতারাও। এদিকে, রোগাক্রান্ত পশু ও কৃত্রিম উপায়ে মোটাতাজা করা গরুর কেনাবেচা ঠেকাতে হাটগুলো নিয়মিত মনিটর করছেন প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা। হাটের নিরাপত্তায় কাজ করছে পুলিশ। এবার পটুয়াখালী পৌর এলাকার ৪টিসহ জেলার বিভিন্ন স্থানে দুই শতাধিক পশুরহাট বসেছে। তবে, গেলো বছরের তুলনায় দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। ভারতীয় গরু কম আসায় দেশী গরুর দখলে বরিশালের পশুরহাটগুলো।