ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহনের দীর্ঘ সারি
প্রকাশিত : ০১:০৩ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ০১:০৩ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৬ শনিবার
অতিরিক্ত যানবাহনের চাপে মহাসড়কে যানজটে নাকাল ঈদে ঘরমুখি মানুষ। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহনের দীর্ঘ সারি। এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মদনপুর থেকে মেঘনা টোল পর্যন্ত এবং ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
যানবাহনের এই দীর্ঘ সারি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের।
হাইওয়ে পুলিশ জানায়, বেশ কয়েকটি স্থানে মহাসড়কের উপর গাড়ি বিকল যাওয়ায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের। জেলার চন্দ্রা, সফিপুর, কোনাবাড়ি, কালিয়াকৈর, সুত্রাপুরসহ বিভিন্ন পয়েন্টে তীব্র যানজটে দুর্ভোগে উত্তরবঙ্গের যাত্রীরা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মদনপুর থেকে মেঘনা টোল পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি। অতিরিক্ত যানবাহনের চাপে ধীরগতিতে চলছে গাড়ি।
টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই থেকে পাকুল্লা এবং এলেঙ্গা থেকে বঙ্গবন্ধুসেতুর পূর্বপাড় পর্যন্ত থেমে থেমে চলছে গাড়ি।
তীব্র স্রোতের কারণে দৌলতদিয়া অংশের চারটি ঘাটের দুটিতে ভিড়তে পারছে না ফেরী। ফলে পারাপারের জন্য ঘাট দুটোতে আটকে আছে সহস্রাধিক যানবাহন।
এদিকে ঈদের ছুটির দ্বিতীয় দিনেও শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ-রুটের মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ঢল নেমেছে ঘরমুখো মানুষের।
এদিকে ড্রেজিংয়ের অভাবে নাব্য সংকটে কাওড়াকান্দি-শিমুলিয়া ঘাটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। উভয় পাড়ে আটকে পড়েছে অনেক যানবাহন।
তবে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে দিন রাত কজ করছে পুলিশ প্রশাসন।