ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

সাড়ে চার লাখ পশুর চামড়া সংগ্রহের উদ্যোগ নিয়েছে চট্টগ্রামের চামড়া আড়তদারা

প্রকাশিত : ০১:১৭ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ০১:১৭ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৬ শনিবার

ঈদুল আজহায় সাড়ে চার লাখ পশুর চামড়া সংগ্রহের উদ্যোগ নিয়েছে চট্টগ্রামের চামড়া আড়তদারা। তবে, চট্টগ্রামে দু’টি ট্যানারি বন্ধ হয়ে যাওয়ায় চামড়া নিয়ে দুশ্চিন্তায় আছে তারা। এদিকে, চামড়া নিয়ে চাঁদাবাজি বন্ধে আইন শৃংখলা বাহিনী তৎপর থাকবে বলে জানিয়েছে চট্টগ্রামের পুলিশ প্রশাসন। আড়তদারদের তথ্য অনুযায়ি, এ’ বছর বৃহত্তর চট্টগ্রামে কোরবানীর পশুর সাড়ে চার লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন কাঁচা চামড়া ব্যবসায়িরা। চট্টগ্রামে এক সময়ে ২২টি ট্যানারি থাকলেও নানা কারনে বন্ধ হয়ে গেছে ২০টি। অবশিষ্ট মদিনা ও রীফ লেদার নামে দু’টি ট্যানারি সম্প্রতি পরিবেশ দূষণের অভিযোগে বন্ধ করে দেয় পরিবেশ অধিদফতর। ট্যানারি দু’টি বন্ধ হয়ে যাওয়ায় চামড়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন আড়তদারা। চামড়া শিল্প ধ্বংস করতে একটি মহল ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তারা। এদিকে, কোরবানীর পশুর চামড়া নিয়ে চাঁদাবাজি বন্ধে নগরীর ৫৪টি পয়েন্টে বাড়তি সদস্য মোতায়েনের কথা জানিয়েছে পুলিশ প্রশাসন। চামড়া শিল্প রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়িরা।