ঈদের ছুটিতে বাড়ি ফেরা মানুষের চাপ বাস আর ট্রেন কাউন্টারে
প্রকাশিত : ০২:৪২ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ০২:৪২ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৬ শনিবার
ঈদের ছুটিতে বাড়ি ফেরা মানুষের চাপ এখন বাস আর ট্রেনের কাউন্টারগুলোতে। শিডিউল বিপর্যয় না থাকলেও আছে যানজট আর গরমের ভোগান্তী । তারপরও প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের আনন্দে সব কষ্টই যেন হাসিমুখে মেনে নিচ্ছেন যাত্রীরা। এদিকে ঘরমুখো মানুষ ঢাকা ছাড়ার কারনে রাজধানী এখন অনেকটাই ফাঁকা।
দিনের প্রথম ট্রেনটি ছিল উত্তরবঙ্গের, যাত্রীরা তৈরী আগে ভাগেই। প্রথম হুইসেলটি বাজার সাথে সাথেই ট্রেনের দিকে ছুটতে থাকেন তারা । ভেতরে তো বটেই, ঝুঁকি নিয়ে ছাদেও চড়ে বসলেন অনেকে । তরপরও কষ্টের ছাপ ছিলনা তাদের কন্ঠে ।
এদিকে গাবতলী বাসটার্মিনালেও ছিল অপেক্ষমান যাত্রীদের চিত্র, সাড়ে নটার গাড়িটি ছাড়েনি এগারোটা অব্দি । যাত্রা পথে সম্ভাব্য যানজটের সংশয়ে আছেন অনেকে।
এরআগে সকালে গাবতলী বাসটার্মিনাল ঘুরে দেখেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের । আহবান জানালেন যাত্রীদের ইতিবাচক থাকতে।
এদিকে ঈদে বাড়ি ফেরার কারনের রাজধানী অনেকটাই যানজট মুক্ত।