জিম্বাবুয়েকে ৪৪৩ রানের টার্গেট দিল বাংলাদেশ
প্রকাশিত : ০৩:০৪ পিএম, ১৪ নভেম্বর ২০১৮ বুধবার | আপডেট: ০১:৫৬ পিএম, ১৫ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার
বাংলাদেশের গড়া রানের পাহাড়ের সামনে জিম্বাবুয়ে। মিরপুরে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জিততে হলে ৪৪২ রান করতে হবে সফরকারীদের। এদিকে দীর্ঘ ৮ বছর পর সেঞ্চুরির দেখা পেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ১২২ বলে ৪টি চার ও ২টি ছক্কায় শতরানের ফিগারে পৌঁছান এই ভারপ্রাপ্ত অধিনায়ক।
অপরদিকে মেহেদি হাসান মিরাজ ৩৪ বলে ২টি চারে ২৭ রানে অপরাজিত ছিলেন। এর আগে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হন বাংলাদেশের দুই ওপেনার ইমরুল কায়েস ও লিটন দাশ। কাইল জারভিসের করা ওভারের প্রথম বলে মাভুতাকে ইমরুল ক্যাচ দেওয়ার পর তৃতীয় ওভারে বোল্ড হয়ে ফেরেন লিটন।
প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মুমিনুল হকও টিকতে পারেননি। ট্রিপানোর বলে ফেরেন তিনি। আর ডাবল সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম ব্যক্তিগত ৭ রানে ডোনাল্ড ট্রিপানোর বলে বিদায় নেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৫ রানে চার টপঅর্ডার ব্যাটসম্যানকে হারায় বাংলাদেশ। তবে মোহাম্মদ মিঠুন ও মাহমুদউল্লাহর ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় টাইগাররা।
অভিষেক টেস্টে হাফসেঞ্চুরির দেখা পান মোহাম্মদ মিঠুন। দ্বিতীয় ইনিংসে ৯০ বলে ৪টি চারের সাহায্যে পঞ্চাশ করেন তিনি। যদিও প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন তিনি।
৪৪২ রানের দৌঁড়ে ব্যাট করছে জিম্বাবুয়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত- ১২/০
এসএ/