ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে ঐক্যফ্রন্ট

প্রকাশিত : ০৫:০৩ পিএম, ১৪ নভেম্বর ২০১৮ বুধবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পেছানোর দাবি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে আলোচনায় বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে নির্বাচন ভবনে এ আলোচনা শুরু হয়।

আলোচনায় জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্ব দিচ্ছেন ড. কামাল হোসেন। এছাড়া উপস্থিত রয়েছেন জেএসডি সভাপতি আসম আবদুর রব, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, উপদেষ্টা এস এম আকরামসহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।

আলোচনায় নির্বাচন কমিশনের পক্ষে রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এবং তিন নির্বাচন কমিশনারসহ ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

বৈঠকের শুরুতে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের ওপর পুলিশ হামলায় চালায় বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। বিএনপিন নির্বাচনী কার‌্যক্রমে বিঘ্ন করতেই এমনটি করা হয়েছে বলে উল্লেখ করেন তিননি। অন্যায়ভাবে বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে পুলিশ নির্বাচনের পরিবেশ নষ্ট করছে বলে তিনি অভিযোগ জানান।

গতকাল মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের চেম্বারে অনুষ্ঠিত বৈঠকে আজ নির্বাচন কমিশনে যাওয়ার সিদ্ধান্ত হয়। আলোচনায় বসতে চেয়ে সিইসি বরাবর চিঠি পাঠিয়েছিলেন বিএনপির মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে নির্বাচন কমিশনের সঙ্গে আরও একবার বসে ঐক্যফ্রন্ট।

 

/ এআর /