সিরিয়ায় সহিংসতা বন্ধে যৌথ পরিকল্পনার ঘোষণা
প্রকাশিত : ০১:৪১ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ০১:৪১ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৬ শনিবার
সিরিয়ায় সহিংসতা বন্ধে যৌথ পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। সোমবার সূর্যাস্তের পর থেকে এই দুই দেশের পাশাপাশি সিরিয়ার সরকারি বাহিনীও হামলা চালানো থেকে বিরত থাকবে।
সুইজারল্যান্ডের জেনেভায় মর্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যে আলোচনার পর এ ঐকমত্য হয়। নতুন পরিকল্পনা অনুযায়ি, সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় সামরিক অভিযান বন্ধ রাখবে। আইএস এবং আল নুসরা ফ্রন্ট প্রতিরোধে যৌথভাবে সেন্টার স্থাপন করা হবে। এই চুক্তির ফলে দেশটির অবরুদ্ধ এলাকাগুলোয় চলাচলের সুযোগ তৈরি হবে এবং সেসব এলাকায় মানবিক সহায়তা পৌঁছানো সম্ভব হবে বলে আশা করছে জাতিসংঘ।